সেই তো এলে, কুড়ি বছর পর

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

শফিক আলম
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৪.৭২
  • ২০
  • ১৭
সেই তো এলে কুড়ি বছর পর,
তোমার কবিতার ভেলায় এলে আমার গল্পের জলে ভেসে।
ছাড়াছাড়ির সেই দিনগুলিতে বিভীষণের অন্ধকারে দাঁড়িয়ে বলেছিলাম,
দেখা যদি হয় আবার......কুড়ি বছর পর, চিনে নেবে কি আমাকে?

কোথায় খুঁজিনি তোমায়!
শস্যক্ষেতের আলে আলে, আনকোরা নদীর পাড়ে,
দেখেছি পাখির চঞ্চুতে আছো নাকি তুমি, নাকি আছো
কোন গৃহস্থের ঘরে হেঁসেলের ধারে।

কোথায় খুঁজিনি তোমায়!
অরণ্যের পেটে আদিমের টানে, নির্জনে-কোলাহলে,
এভিন্যুর পথে জনারণ্যে, শীত-গ্রীষ্ম খরায়, নির্জন বৃষ্টি ভেজায়
খুঁজেছি তোমায়, শুধু তোমার জন্য শীতল সন্ধ্যা বেলায় কুয়াশা মাথায়
অলিগলি হেঁটে বাড়ি ফিরেছি কত...যদি হঠাৎ তোমার দেখা পাই!
শিশির ঝরার শব্দ-ফোঁটায় ফিরে চেয়ে দেখেছি...
এই বুঝি তুমি এলে!

সেই তুমি এলে কুড়িটি বছর পর।
কত কথা হলো, কত কথা জানালে,
শুধালে আমার কবিতারা কেমন আছে!
তোমার কাছে ধার করা শব্দের কবিতারা ভালই আছে, বলেছি তোমায়।
তুমি চলে গেছ বলেই কি না জানি না, কবিতারা থাকে নি আমার সাথে।
নতুন কিছুই লেখা হয়নি তেমন, শব্দেরা বড্ড প্রবঞ্চনা করে আজকাল
এইসব টানাপোরেনের দিনে, অথবা শব্দেরা সম্ভবতঃ তোমার খুব অনুগত।
আজকাল গদ্যেরা খুব এসেছে কাছে, ওরা সখ্য গড়তে চায় বড়!

কুড়িটি বছর বড্ড সকরুন মনে হয়……বদলে গেছে সবকিছু,
বদলে গেছো তুমিও, এখন আড়ষ্ট অনেক। দ্বিধা আমারও তাই।
কুড়িটি বছর আগে ছিলেম দু’জনে দু’জনার নিঃশ্বাসের কাছাকাছি,
কোনদিন হাত ছাড়বো না বলে হেঁটেছি কত হাতে হাত ধরে,
আজ তোমার হাতের একটি আঙ্গুল স্পর্শ করতেও রাজ্যের যত সংকোচ!

কবিতা লেখা শুরু করলে কবে থেকে? প্রশ্ন শুনে কেবল হাসলে।
না বোঝার সেই হাসি।
জানালে তুমি, ভালই ছিলে, আছো বেশ।
অপ্রার্থিত দূরত্বে বললে কত কথা,
শুধু শুধালে না...আমি কেমন ছিলাম, কেমন আছি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
salman salman অভিনন্দন
ভালো লাগেনি ৩০ সেপ্টেম্বর, ২০১৬
শামীম খান অভিনন্দন ।
রাজু অভিনন্দন ভাই ।
সৃজন শারফিনুল অভিনন্দন শফিক ভাই
Mafruha Rahman E jeno jibonanonder reflection!!!! Just astonished.....
হতে পারে। কুড়ি বছরের ব্যাপারটা তো ওর কাছ থেকেই এসেছে। ভাল থাকবেন।
Mafruha Rahman Oshadharon..... E kono ojosro abeger jorajori
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যও অসাধারন!
সবুজ আহমেদ কক্স ভোট দিলাম .................................................

২৩ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ১৬ টি

সমন্বিত স্কোর

৪.৭২

বিচারক স্কোরঃ ২.৯২ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫